স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত শুক্রবার শনাক্ত এ ব্যক্তি চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার বাসিন্দা। গতকাল শনিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আরও ৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গায় প্রাতিষ্ঠানিক আইসোলেশন তথা হাসপাতালে ছিলেন ৮ জন, বাড়িতে ছিলেন ৪১ জন। গত শুক্রবার নতুন একজনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৯ জন। শুক্রবার একজন ও গতকাল শনিবার ৩ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৫৩৫ জন। গতকালের নতুন ৩২ জনের নমুনা নিয়ে এ যাবত মোট ৭ হাজার ২২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল শনিবার একজনের নিয়ে মোট রিপোর্ট এসেছে ৭ হাজার ১২ জনের। গতকাল শনিবার যে ব্যক্তির রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসে তার কোভিড-১৯ নেগেটিভ হয়েছে। চুয়াডাঙ্গায় আক্রান্তদের মধ্যে দুজনকে সপ্তাহখানেক আগে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ঢাকাতে এ দুজনও আইসোলেশনে রয়েছেন বলে গতকাল শেষ খবর পর্যন্ত জানা গেছে।
প্রসঙ্গত: শীতে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। দেশে সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধির খবর পাওয়া গেলেও মাস্ক পরাসহ সকলে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। ফলে মারণ ভাইরাস সংক্রমণ ব্যপকতা পেতে পারে। সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বনের পুনঃ পুনঃ তাগিদ দিচ্ছে স্বাস্থ্য বিভাগসহ ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি।