সরোজগঞ্জ/পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার নয়মাইলে পূর্বাশা পরিবহনের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে নাসিরের ভাটার নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম মনিরুল ইসলাম। তিনি কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মনিরুল ইসলাম (৩২) নয়মাইল বাজারে ভাংড়ি দোকানে কাজ করেন। দোকানে সামনে রাস্তার পাশে কাজ করছিলেন, কাজ শেষ করে রাস্তা পার হচ্ছিলেন তিনি। রাস্তার পার হওয়ার সময় চুয়াডাঙ্গাগামী পূর্বশা পরিবহনের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন মনিরুল ইসলাম । এ সময় তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি। ঘটনা ঘটার সাথে সাথে বাসটি দ্রুতগতিতে পালিয়ে যাবার সময় সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আটক করেন।
সরোজগঞ্জ ক্যাম্পে ইনচার্জ এসআই হারুন উর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনগনের সহযোগিতায় বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।