সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ দশমী গ্রামের শুকুর আলীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব। গতকাল বৃস্পতিবার বেলা ৩টার দিকে তার পানবরজ থেকে দুটি গাঁজাসহ তাকে আটক করা হয়।
র্যার সূত্রে জানা গেছে, ঝিনাইদহ র্যাব ৬ ক্যাম্প কমান্ডারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে র্যারে একটি দল দশমী গ্রামের জঙ্গল তলার মাঠে মৃত ওয়ারেশ আলী ছেলে শুকুর আলীর পান বরজ অভিযান চালায়। বরজের মধ্যে থেকে ২টি গাঁজা গাছসহ শুকুর আলীকে (৪৫) আটক করা হয়। তার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত ৮দিকে র্যাব বাদী হয়ে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।