পদ্মবিলা প্রতিনিধি : দীর্ঘদিন পরে আবারও চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ-নীলমনিগঞ্জ সড়কের নফরকান্দদির চারাতলা নামক মাঠে সন্ধারাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা, ইউনিয়নে কুশোডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে আলামিন রং মিস্তিরির কাজ করেন। কাজ শেষে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলন। ডিঙ্গেদহ নীলমনিগঞ্জ সড়কের নফরকান্দীর চারতালা নামক স্থানে পৌছলে ৭/৮ জনের একদল ছিনতাইকারী আলামিনকে ধরে বেদম মারপিট করে। কাছে থাকা কষ্টার্জিত ১ হাজার ৫০ শ টাকা ছিনিয়ে নেয় ছিনতাই কারীরা।গুরুতর আহত অবস্থায় পথচারীরা আলামিনকে উদ্ধার করে বাড়ি পৌছেঁ দেন।
স্থানীয়রা বলেছেন, বেশ কিছুদিন এলাকায় ছিনতাই হয়েনি। সম্প্রতি ছিচকে চুরি বেড়েছে। এরই মাঝে আবারও হলো ছিনতাই। বিষয়টির দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নজর দেয়া প্রয়োজন।