চুয়াডাঙ্গার ছোটশলুয়ায় নানাবাড়ি গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেগমপুর/গড়াইটুপি প্রতিনিধি: নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে রেজুয়ান ইকবাল খান মধু নামের ৫ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ছোটশলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মধু খান চুয়াডাঙ্গা শহরের জিনতলাপাড়ার খালিদ ইকবাল খান মিঠুনের ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের মাঝেরপাড়ায় নানা সারোয়ার হোসেনের বাড়ি বেড়াতে আসে চুয়াডাঙ্গা শহরের জিনতলাপাড়ার মিঠুন খানের ছেলে মধু খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে নানাবাড়ি এলাকায় কয়েকজন সমবয়সীদের সাথে পুকুর পাড়ে খেলা করছিলো মধু। এসময় অসাবধানতাবশত বাড়ির পাশে ওই পুকুরে পড়ে যায় মধু। পানিতে কিছুক্ষণ নিখোঁজ থাকার পর বন্ধুদের চিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলে এসে পুকুর থেকে মধুকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মধুকে মৃত ঘোষণা করেন। গতকালই রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন গোরস্তান জামে মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

 

Comments (0)
Add Comment