দামুড়হুদায় অতিরিক্ত জ্বর গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধার মৃত্যু

 

দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদায় গায়ে অতিরিক্ত জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে জাহানারা বেগম (৬২) নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। রাত পৌনে ১০ টায় মরহুমার জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দামুড়হুদা সদর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের রবগুল মালিথার স্ত্রী। সূত্র বলেছে, ৩-৪ দিন আগে নিহতের গায়ে অতিরিক্ত জ্বর আসে। সাথে গলাব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এছাড়া তিনি বেশ কিছুদিন যাবত ডায়বেটিস, এজমা রোগেও ভুগছিলেন। নিহতের স্বামী রবগুল মালিথাও বর্তমানে অসুস্থ বলে জানা গেছে।

 

Comments (0)
Add Comment