চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত:আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুজ্জামান টোকন (২৮)নামে এক যুবক নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই রিফাত ও শামীম।

ঈদের দিন (সোমবার) দুপুরে উপজেলার বন্দর রামনগর মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুজ্জামান টোকন একই উপজেলার সাহেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত রাশেদুজ্জামানের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে ফুফার বাড়ি বন্দর রামনগর থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলো রাশেদুজ্জামান এবং তার চাচাতো ভাই রিফাত ও শামীম।এসময় বন্দর রামনগর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন চালক রাশেদুজ্জামান এবং তার চাচাতো ভাই রিফাত ও শামীম। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষনা করেন। আহত রিফাত ও শামীমকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Comments (0)
Add Comment