চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানার চাচাতোভাই গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে আলমডাঙ্গার ছত্রপাড়ার আব্বাস আলীকে (৪৩) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার আব্বাস আলী যৌন নির্যাতনের শিকার শিশুকন্যার নানার চাচাতো ভাই। এ ঘটনায় ধর্ষিতার নানা থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ গতকাল অভিযুক্তকে গ্রেফতার করেছে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের জামাল উদ্দীনের ৫ বছরের নাতনি ১২ আগস্ট বিকেলে বাড়ির নিকট খেলছিলো। সে সময় মৃত আক্কাস আলীর ছেলে আব্বাস আলী (৪৩) শিশুকন্যাটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়ির নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যায় শিশুকন্যাটি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় নানাবাড়ি ফিরে সব জানিয়ে দেয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুকন্যার নানা বাদি হয়ে রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই আমিরুল ইসলাম অভিযুক্ত আব্বাস আলীকে গ্রেফতার করে। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আব্বাস আলী ধর্ষিতার নানার চাচাতোভাই। এদিকে, গতকালই ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।

ছবি: আটক ধর্ষক আব্বাস।

Comments (0)
Add Comment