মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে তা-বের পর নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তিটি নিয়ে আবারও উত্তেজনা বাড়ার সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তথাকথিত অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, তবে এতে কোনো সন্দেহ নেই যে, আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। গত শনিবার হামাস ছয় জনকে ছেড়ে দেয়ার পর ইসরায়েল গাজায় ‘অপমানজনক মুক্তি অনুষ্ঠান’ আয়োজনের অভিযোগ তোলে। এরপর ইহুদিবাদি নেতানিয়াহু সরকার শতাধিক ফিলিস্তিনিকে মুক্তির পরিকল্পনা স্থগিত করে দেয়।