গাংনীতে আদালতের পরোয়ানাভূক্ত ৯ আসামি গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত পলাতক ৯ আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে শুক্রবার ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার পৃথক গ্রামে অভিযান চালিয়ে এসব পরোয়ানাভূক্ত পলাতক আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গাংনী থানা পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে লিটন হোসেন, চিৎলা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে হায়দার আলী ও সাদ্দাম হোসেন, চরগোয়ালগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আরশেদ আলী ও তার ছেলে সাদ্দাম হোসেন, একই গ্রামের আব্দুল মালেকের ছেলে শওকত আলী, কামারখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম হোসেন, বালিয়াঘাট গ্রামের জমির উদ্দীনের ছেলে নাহারুল ইসলাম ওরফে লাল্টু এবং ভরাট গ্রামের সৈয়দ আলীর ছেলে মোজাম্মেল হক।

গাংনী থানার এসআই আতিকুর রহমান, এসআই নুহু নবী, এসআই শাহিনুজ্জামান, এসআই জহির রায়হান, এসআই আব্দুল মজিদ, এসআই শরীফ হাবিব, এএসআই আশরাফ, এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স পৃথকভাবে পরিচালিত গ্রেফতার অভিযানে অংশ নেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ, স্ত্রীর দায়ের করাসহ অন্যান্য মামলায় আদালত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। আদালত থেকে আদেশ প্রাপ্ত হয়ে গাংনী থানা পুলিশের একাধিক আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে তাদের প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment