খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মো. আজিজুর রহমানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মো. আজিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়াগাছা গ্রামের মো. আবুল হেসেন সরদারের ছেলে।
জানা যায়, ২১ জুন তিনি অসুস্থ হলে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন র্যা পিড অ্যান্টিজেন পরীক্ষায় তার নমুনায় পজিটিভ শনাক্ত হয়। এরপর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বুধবার খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থা আরও অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।