ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় সুন্দরবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সোমবার ( ২২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার পর এই দুর্ঘটনা ঘটে। এ সময় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত তিনটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনের লুপলাইনে রাখা হয়েছে। ঈশ্বরর্দী থেকে কোটচাৎদপুরের উদ্দেশে রওনা হওয়া রিলিপ প্রেনটি রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন অতিক্রম করেছে। লাইনচ্যুত বগিগুলো লাইনে তুলে সরানোর পর খুলনার সাথে ট্রেনযোগাযোগ স্বাভাবিক হবে। তবে স্বাভাবিক হলে রাত কটা বাজবে তা নিশ্চিত করে বলতে পারেননি চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার।