কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ৭ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুনশিয়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুনশিয়া গ্রামের পশ্চিমপাড়ার জনৈক ব্যক্তির ৭ বছরের শিশুকন্যা গত সোমবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি বাথরুমে যায়। এ সময় মামলার আসামি একই গ্রামের ইউসুফ হোসেনের বখাটে ছেলে বিপ্লব হোসেন (১৬) জোরপূর্বক শিশুটির মুখ চেপে ধরে সোনা মিয়ার পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, শিশু কন্যা ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আটক করতে অভিযান চলছে।