কুষ্টিয়া সীমান্তে ভারত অভ্যন্তরে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তের বিপরীতে ভারত অভ্যন্তরে বাংলাদেশি এক নারীর লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, রোববার সন্ধ্যার দিকে রাশিদা খাতুন (৪০) নামে এই নারীর মৃত্যুর ঘটনা জানতে পারেন তারা।
রাশিদা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। দাম্পত্য বিচ্ছেদ তথা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর পিতার বাড়ি থাকতেন তিনি। রাশিদার চাচাত ভাই খবির আলী বলেন, রাশিদা শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন ছবি দেখে লাশ শনাক্ত করেন। পরে লাশ ফেরত পাওয়ার জন্য বিজিবি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন তারা। তবে কিভাবে রাশিদার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, লাশ ফেরত চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তারা লাশ ফেরত দিলে পরিবারে হস্তান্তর করা হবে।

Comments (0)
Add Comment