কুষ্টিয়া মিরপুরে ট্রলির ধাক্কায় পথচারি বৃদ্ধ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় হায়দার বিশ্বাস (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার স্বরুপদহ মাদরাসা মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রলিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল দক্ষিণপাড়া গ্রামের ছবির বিশ্বাসের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ঘাতক ট্রলি আটক হলেও চালক পালিয়ে যায়। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Comments (0)
Add Comment