কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রতিবন্ধী শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত গাড়ী আলম সাধুর (স্থানীয় নাম) ধাক্কায় মনিকা খাতুন (৮) নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থীও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা-পোড়াদহ সড়কের অঞ্চনগাছী মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মনিকা খাতুন উক্ত এলাকার মুন্নাফ মালিথার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সেই সাথে মনিকা বুন্ধিপ্রতিবন্ধীর ভাতা ভোগী ছিলো।
স্থানীয় সুত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার সময় মনিকা মাদ্রাসা থেকে বের হয়ে পিতার মুদিখানার দোকানে আসে। এসময় তার পিতাকে না পেয়ে আবার মাদ্রাসায় ফিওে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি অবৈধ স্যালো ইঞ্জিন চালিত গাড়ী আলম সাধু তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুত্ব আহত হয়। পওে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মনিকা নামের ঐ শিশুর মৃত্যু হয়েছে।

Comments (0)
Add Comment