কুষ্টিয়ায় সৎ ভাইকে গলাকেটে খুন

দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবককে গলাকেটে খুন করেছে সৎ ভাই। প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফাহমিদ আলী (৪০) জামালপুর গ্রামের আব্দুস ছাত্তার ওরফে নান্দু ডাকাতের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহমিদ সকালে বাড়ির সামনে এনামুলের দোকানে চা পান করছিলেন। এ সময় পেছন থেকে তার সৎ ভাই মিলন ধারাল হাসুয়া দিয়ে ফামিদের গলায় কোপ মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিলন পালিয়ে যায়। ওসি জানান, সৎ ভাইয়ের হাতে ফাহমিদ নামের একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তিনি বলেন, ফাহমিদ সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী ও সন্ত্রাসী।হত্যা মামলায় ভারতে ১৪ বছর কারাভোগের পর ২০১৯ সালে দেশে ফিরে সে আবারও মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণেরও অভিযোগ রয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তার সৎ ভাই মিলন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

 

Comments (0)
Add Comment