কুষ্টিয়ায় জমি জালিয়াতির ঘটনায় মহিবুলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

 

স্টাফ রিপোর্টার :  কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিষ্ট্রেশনের ঘটনায় মূলহোতা ও বিনিয়োগকারী মহিবুল ইসলাম সদর আমলী আদালতে আজ সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন অপর আসামী শহর যুবলীগের (সদ্য বিলুপ্ত)  আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনের রিমান্ড শুনানী শেষে তিনদিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। গতকাল রোববার ডিবি পুলিশের হাতে আটক মহিবুল ইসলাম কুষ্টিয়া সদরের বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিষ্ট্রেশনের ঘটনায় চক্রের বিনিয়োগকারী কুষ্টিয়া শহরের বড়বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী মহিবুল ইসলাম। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পলাতক এই প্রতারককে ধরতে মাঠে নামে পুলিশের একাধিক দল।

এর আগে জমি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। শহরের এন এস রোডের বাসিন্দা এমএম এ ওয়াদুদের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বিক্রির চেষ্টা করে প্রতারক চক্র। এই ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ১৮ জনের নাম উল্ল্যেখসহ ১০/১২ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

 

Comments (0)
Add Comment