কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাস পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে জেলার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইটি নমুনা করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্ত দুজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। একজনের বাড়ি চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে এবং অপরজনের বাড়ি আমলা ইউনিয়নের নয়নপুর গ্রামে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।