কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে কাউসার (০৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন ঝাউদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু কাউসার উক্ত এলাকার রাজিব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, কাউসার এর মা এবং বাবা দুজনেই ঢাকার পোশাক কারখানায় চাকুরী করেন। কাউসার তার দাদা-দাদীর কাছে গ্রামের বাড়ীতে থাকে। সোমবার সকালে বাড়ীর পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় আরেক শিশু চিকৎকার করলে স্থানীয় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেরিন জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছিলো।