কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী নিহত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৫৭) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবলু হোসেন উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মৃত সানারুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো তিনি কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ভোর রাত ৩ টার দিকে রাস্তার ওপর একটি মৃতদেহ পড়ে থাকা দেখতে পায়। এরপর কাছে গিয়ে দেখা যায় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কি গাড়ি তাকে চাপা দিয়েছে সেটি নিশ্চিত না হওয়ায় আটক করা সম্ভব হয়নি।

 

Comments (0)
Add Comment