ঝিনাইদহের কালীগঞ্জের মোল্লাডাঙ্গা বিদ্যুৎস্পর্শে মুকুল হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মাঠে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান। নিহত মুকুল উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের আবদার মণ্ডলের ছেলে। মাঠে ধানের জমিতে পানি দেয়ার জন্য মোটর চালু করতে যায়। এ সময় মোটরঘরে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।