কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৬) নামে এক মহিলা নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেসে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া গ্রামের মাঠের মধ্যে কাটা পড়ে তিনি মারা যায়। নিহত আছিয়া কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর হঠাৎপাড়ার মৃত চাঁদ আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, নিহত নারী মানষিক রোগী ছিলেন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান আলী খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে জানান, যশোর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

 

Comments (0)
Add Comment