কার্পাসডাঙ্গা পুলিশের অভিযানে গাঁজাসহ আলমডাঙ্গার খোকন আটক

কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে আলমডাঙ্গার খোকন (৩০) গাঁজাসহ আটক হয়েছে। পুলিশসুত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেজবাহুর রহমান ও এএসআই রওশন আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুক্তারপুর লাবনি ইট ভাটার কাছে খোকনকে আটক করে পুলিশ সদস্যরা। এসময় খোকনের কাছে সাড়ে ৩শত গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। খোকন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাশকরা ইউনিয়নের তিয়র বিলা গ্রামের তারাচাঁদের ছেলে। কার্পাসডাঙ্গা ফাঁড়ি এসআই মেসবাহুর রহমান জানান, আজ সকালে খবর পেয়ে তাকে মুক্তারপুর রাস্তায় থেকে গাঁজাসহ তাকে আটক করি। খোকন মাদকের একাধিক মামলার আসামী। দামুড়হুদা মডেল থানায় আসামীকে সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment