কার্পাসডাঙ্গা আওয়ামী লীগনেতা মারা যাওর দুদিন পর স্ত্রীর ইন্তেকাল

কার্পাসডাঙ্গা / ভ্রাম্যমাণ প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা কদম আলী মন্ডলের ইন্তেকালের দুদিন পর না ফেরার দেশে চলে গেলেন তার স্ত্রী সোনাহার খাতুন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানাগেছে, শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামে নিজ বাস ভবণে হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৪ ছেলে ৪ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রীহি রেখে গেছেন। গতকাল বেলা ৩ টার দিকে পিরপুরকুল্লা কবরস্থানে বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লিদের উপস্থিতিতে মরদেহের জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগনেতা মৃত কদম আলীর স্ত্রীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজির আহম্মেদ। কদম আলী মন্ডলের মৃত্যুর দুদিন পরে তার স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কদম আলী মন্ডল গত বুধবার ইন্তেকাল করেন।

 

Comments (0)
Add Comment