কানাডার মানুষ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় : বললেন ট্রাম্প

মাথাভাঙ্গা মনিটর: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। ট্রাম্পের এই মন্তব্য তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করা একটি বার্তায় উঠে আসে। ট্রাম্প বলেন, ‘কানাডার অনেক মানুষ মনেপ্রাণে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে চায়। কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দিতে হয়। যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে। জাস্টিন ট্রুডো এ বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করেছেন।’ কানাডার অর্থনৈতিক অবস্থা, ট্রুডোর জনপ্রিয়তার নিম্নগতি, এবং ট্রাম্পের প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রুডোর পদত্যাগের পেছনে এই বিষয়গুলো প্রভাব ফেলেছে।