চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনাভাইরাস থেকে রক্ষা পেতে তিন রাস্তার মোড়ে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছেন দাশ সম্প্রদায়ের নারীরা। বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ার তিন রাস্তার মোড়ে নারীদের মাটিতে মাথা ঠেকিয়ে এমন প্রণাম করতে দেখা যায়। যার যে কয়টা সন্তান তিনি সেই কয়টা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন।
আলমডাঙ্গা দাসপাড়ায় বসবাসকারী শ্রী উত্তম কুমার দাশের স্ত্রী মিনতি দাশ মাথাভাঙ্গাকে বলেন, ‘আমরা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছি যাতে আমাদের সন্তানদের করোনাভাইরাসে আক্রান্ত করতে না পারে।’তিনি বলেন, ‘আমাদের আত্মীয়স্বজন ভারত থেকে ফোনে জানিয়েছে এমন প্রণাম করতে। যার যে কয়টা সন্তান তিনি যেন সেই কয়টা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন। আমার দুই ছেলে তাই আমি দুটি প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানালাম।’ওই পাড়ার আরও কয়েকজন নারী বললেন, ‘কোনো সন্তানের যাতে করোনাভাইরাস আক্রান্ত না করতে পারে এ জন্য আমরা রাস্তার তেমাথায় প্রদীপ জ্বালিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রণাম জানাচ্ছি।’