এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া

সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, কলেজের প্রভাষক শাহারিয়ার ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুখ আহম্মেদ, রেজাউল করিম, আবু শামা, তাছলিমা পারভীন, সুরুজ আলম, আরিফ হোসেন, সুরুজ আলম, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, রমিজ রাইহান, জহুর রায়হান, এনামুল হক, সাইদুর রহমান, রাজিবুল ইসলাম, রফিকুল ইসলাম, রকিব হুসাইন, আশরাফুল আলম, তরিকুল ইসলাম, হারুন অর রশিদ, কামনা রানী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক হারুন অর রশিদ।

সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এমএকে আজাদ, শিক্ষক সাইফুল আওয়াল, কামরুজ্জামান, ছকিনা খাতুন, সাইদুন্নাহার, আকতারুন নেছা, হাবিবা খাতুন, ফারহানা খাতুন, সাইফুল ইসলাম, জাহানারা পারভীন, মোহাম্মদ আলী, মহিদুল ইসলাম, আতিয়ার রহমান, বদর উদ্দিন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালানা করেন ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মোমতাজুল ইসলাম।

আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এমপি ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়া
সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল ৪টায় আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফিজুদ্দিন। প্রধান অতিথি ছিলেন আইলহাস ইউনিয়ন আ.লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাইজাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক শাহানারা খাতুন, শিক্ষক মানোয়ার হোসেন, জাহান আলী, নুরুল ইসলাম, ইকবাল মাহামুদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, শামিম রেজা, তানবির আহম্মেদ, নাজমা খাতুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালানা করেন আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাও. মতিয়ার রহমান। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment