মাথাভাঙ্গা মনিটর: উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮জন নিহত এবং আরও ৪৭জন আহত হয়েছেন। গতকাল সোমবার হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ১১৫ জন আফ্রিকান অভিবাসীকে আশ্রয় দেয়া একটি কেন্দ্র। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) তত্ত্বাবধানে থাকা এই আশ্রয়কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলাকে দেশটি ‘পুরোপুরি যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশন প্রচারিত ফুটেজে দেখা যায়, হামলায় আশ্রয়কেন্দ্রটির ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।