মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা আল-কাদির ট্রাস্ট মামলার রায় তৃতীয়বারের মতো স্থগিত করেছে রাওয়ালপিন্ডির একটি আদালত। আজ সোমবার এই রায় ঘোষণা করার কথা ছিল। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। আদালত এর আগে গত ১৮ ডিসেম্বর যুক্তিতর্ক শেষ করার পর রায় সংরক্ষণ করেছিল এবং ২৩ ডিসেম্বর রায় দেয়ার তারিখ নির্ধারণ করেছিল। তবে রায়ের তারিখ পুনরায় পরিবর্তন করে ৬ জানুয়ারি আইনজীবীদের জানানো হবে বলে সূত্র জানিয়েছে। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। ওই সময় তাকে তোশাখানা মামলা-১-এ দোষী সাব্যস্ত করা হয়েছিল।