স্টাফ রিপোর্টার: স্থগিত হওয়া পরীক্ষা দ্রুত গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বর থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, সব কিছুই স্বাভাবিক, শুধু পরীক্ষা স্থগিত। সাত কলেজের পরীক্ষা চললে আমাদের হবে না কেন? আমরা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছি। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের স্থগিতকৃত পরীক্ষা নিতে হবে। আমরা পরীক্ষা দিতে চাই। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমরাও চাই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করুক। তবে সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার উপায় নেই।