গাংনীর ফতাইপুরে রাস্তায় থাকা শিশুকে বাঁচাতে গিয়ে বিপত্তি
গাংনী প্রতিনিধি: অন্যের শিশুকে বাঁচাতে গিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুরে ইজিবাইকের ধাক্কায় ফিরোজা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূকে আহত অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে মারা যান তিনি। ফিরোজা গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের লাল্টুর স্ত্রী।
ফিরোজার পরিবারের লোকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি ছোট্ট শিশু রাস্তার মাঝখানে চলে আসে। এসময় শিশুটিকে রাস্তা থেকে সরিয়ে আনার সময় বামন্দী থেকে গাংনীগামী একটি ইজিবাইক ওই গৃহবধূকে ধাক্কা দেয়। সাথে সাথে জ্ঞানশূন্য হয়ে পড়েন ফিরোজা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।