স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলডাঙ্গার মাদারহুদায় মাদবিরোধী অভিযান চালিয়ে আনন্দবাসের রাফিদুলকে আটক করেছে র্যাব। সোমবার (১৫ জুন) তাকে ৩২২ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
জানা গেছে, র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পািিন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহমানের নেতৃত্বে চৌকস অভিযানিকদল সোমবার আড়াইটার দিকে আলমডাঙ্গার মাদারহুদায় অভিযান শুরু করে। র্যাব জানিয়েছে, মাদারহুদার চরপাড়া বাঁশঝারে নিকট থেকে আটক করা হয় রাফিদুল ইসলামকে (২৬) সে আলমডাঙ্গা আনন্দবাসের রমজান আলীর ছেলে। (আনন্দধাম নাকি আনন্দবাস? র্যাব জানিয়েছে, আনন্দবাস) তার নিকট থেকে উদ্ধার করা হয় ৩২২ পিচ ইয়াবা, ১টি মোবাইল সেট, ২টি সিম। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ মামলায় তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।