মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদূরে নীলা খাতুনের বাড়ির সামনে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই আসের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় জীবননগরের সেনেরহুদা গ্রামের রিপন ওরফে নাগর ও একই গ্রামের শিল্পী। এসম আটককৃত শিল্পীর কাছে থাকা ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসিএসআই আসের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে থেকে দু’জনকে বিষ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।