আলমডাঙ্গার নান্দবারে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার নান্দবারে সাপের কামড়ে নূর মাহমুদ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। নূর মাহমুদ (১০) নান্দবার গ্রামের দক্ষিণপাড়ার হাসান আলীর ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র ছিলো।
পরিবারের সদস্যরা জানায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে নিজ বাড়ি ঘুমান্ত অবস্থায় সাপে কামড় দিলে নুরের চিৎকারে তার পিতা-মাতার ঘুম ভেঙে যায়। নুর তার পিতা মাতাকে বিষয়টি বলে এবং তারা ওই সাপ ধরে একটি বয়মের ভেতরে আটকিয়ে রাখে। ওই রাতে স্থানীয় ওজাকে ডেকে এনে ঝাড়ফুকা করা হয়। এতে নুরের অবস্থায় অবনতি হলে গতকাল বুধবার সকালে তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নূর মাহমুদকে মৃৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারীতে এলাকার বাতাস ভারিয়ে ওঠে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে জানাজা শেষে মাওলানা শামসুল হক সাহেবের খানকা শরীফে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

 

Comments (0)
Add Comment