স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়াসহ পাশর্^বর্তী এলাকায় গতকাল বৃষ্টি না হরেও দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমেছে। তবে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভবনা থাকলেও ৫ দিনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
গতকাল রোববার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ১০ দশমিক ৫ ও সর্বোচ্চ টেকনাঠে ২৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ও সর্বনি¤œ ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গোপালগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাে দশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাসের সম্ভবনা থাকলেও সারা দেশেই দিনের তামপাত্রা সামান্য বৃদ্ধি পাবে।