অর্থ পাচারের অভিযোগে মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: অর্থ পাচারের অভিযোগে মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাথকে গ্রেফতার করেছে দেশটির আর্থিক অপরাধ কমিশন (এফসিসি)। রোববার এক বিবৃতিতে এফসিসি জানিয়েছে, সাবেক ওই প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন স্থান তল্লাশি করে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। তাকে মোকা ডিটেনশন সেন্টারে রাখা হবে। গতকাল সোমবার জগনাথের আইনজীবী রউফ গুলবুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন। আজ তিনি আদালতে মুচলেকা জমা দেবেন। জুগনাথ ২০১৭ সাল থেকে ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জটির প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) ছিলেন। গত নভেম্বরে বিরোধীদের কাছে হেরে যান তিনি। নির্বাচনের কয়েকদিন আগে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের একটি রেকর্ডিং অনলাইনে ফাঁস হলে তার প্রশাসনের বিরুদ্ধে ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ ওঠে।