যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উত্তম সরকার ওই ইউনিয়নের হরিষপুর গ্রামের মৃত অশান্ত সরকারের ছেলে।
সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, মেম্বার উত্তম সরকার নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিলেন। হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে পৌঁছলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার বুকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ সূত্র ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে উত্তম সরকারকে হত্যা করা হয়েছে।