অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে বিএসএফ : অভিযোগ মমতার

মাথাভাঙ্গা মনিটর: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে রাজ্যের মন্ত্রীরা ছাড়া ছিলেন পুলিশ ও প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। বিভিন্ন জেলার পুলিশ সুপার ও অন্য কর্মকর্তারাও বৈঠকে ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, মালদহে বিএসএফের সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। তারপর তিনি নিজের এই কথাকে সংশোধন করে বলেন, বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। আর পুলিশ তাদের কিছু বলছে না। সমঝোতা করছে। কেনো এইভাবে বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, তার একটা ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাকে বদনাম করার জন্য বিএসএফ-কে দিয়ে কেন্দ্র এ কাজ করাচ্ছে। তিনি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করে বলেন, পুলিশ এসব আটকাচ্ছে না।