করোনায় না ফেরার দেশে মেহেরপুরের কৃতিসন্তান ইবি অধ্যাপক সাইদুর রহমানের

মেহেরপুর অফিস: নোভেল ভাইরাস করোনা আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি ওয়ান বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। তার অসময়ে না ফেরার দেশে চলে যাওয়া এলাকায় গভীর শোকের ছায়া পড়েছে। ওয়ান বাংলাদেশ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওয়ান বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল জানান, গত ২৭ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন ড. সাইদুর রহমান। ২ ফেব্রুয়ারি ফুঁসফুসের জটিলতা বৃদ্ধি পেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লাইভ সাপোর্টে রাখা হয়। এক পর্যায়ে ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় নেয়া হয়। ওই হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘ড. সাইদুর রহমানকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিয়েছে। প্রথম নামাজে জানাজা শৈলকুপার শশুরালয়ে, দ্বিতীয় নামাজে জানাজা ক্যাম্পাসে, তৃতীয় নামাজে জানাজা কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। শেষে মেহেরপুর সদর উপজেলার পোস্টঅফিসপাড়ায় নামাজে জানাজা শেষে নিজ বাসভবনে তাকে সমাহিত করা হবে।

 

Comments (0)
Add Comment