সারাদেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু : চুয়াডাঙ্গায় আরও ৬ জন শনাক্ত : সুস্থ ২৫

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৭৭ জনে। নতুন শনাক্ত ৬ জনের মধ্যে ৪ জন চুয়াডাঙ্গা সদরের, বাকী দুজন দামুড়হুদা উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এদিন সুস্থ হয়েছেন ২৫ জন। আরও ২৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে, সারাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮২৩ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় নতুন ৬ জনসহ এ পর্যন্ত ১ হাজার ৩৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় মসজিদপাড়ায় একজন, পুলিশ লাইনের একজন সদস্য, দৌলতদিয়াড় এলাকায় একজন, ডিসি অফিসে একজন, দামুড়হুদার চারুলিয়া গ্রামে দুইজন। বুধবার পাওয়া রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ২৫ জন। এ দিয়ে মোট ১ হাজার ১২৭ জন রোগী সুস্থ হলেন। বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। হোম আইসোলেশনে তথা নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৮ জন।

অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২১ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮২৩ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

 

Comments (0)
Add Comment