চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাক্তন সার্জারি কনসালটেন্ট ও বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডা: এস এম নুরুদ্দিন রুমি মারা গেছেন। গত রাত ২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) মৃত্যু বরন করেন। তিনি মেহেরপুর দারিয়ারপুরের কৃতি সন্তান।
জানা গেছে, গত ৩ জুলাই ডাক্তার রুমির করোনা পজেটিভ রেজাল্ট আসে। এরপর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিল। কিন্তু গত ৮ ই জুলাই রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। এরপর সেখানে চিকিৎসার এক পর্যায়ে ডায়াবেটিক বেড়ে যাওয়ায় আরো একবার শরীরিক অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা: রুমিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে (পিজি) হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার ( ১৬ জুলাই) আবার ডায়াবেটিক ও শরীরের অন্যান্য সমস্যা দেখা দেয়। রাতে আবার আইসিইউেত নিলে চিকিৎসধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করে। ডা: রুমি ৩ ছেলের জনক ছিলেন। আজ দুপুরে লাশ ঢাকা থেকে তার নিজ বাড়ি মেহেরপুরের দারিয়ারপুরে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।