মেহেরপুরের জঙ্গি কুষ্টিয়ায় র‌্যাব’র হাতে আটক

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা এলাকায় অভিযান চালিয়ে আমজাদ আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাবের দাবী আমজাদ আলী সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্য।
রোববার (২৮ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আমজাদ আলী মেহেরপুর জেলার গারাডোব গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্ততে র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর একটি অভিযানিক দল কুষ্টিয়ার বারখাদা এলাকায় জঙ্গী বিরোধী অভিযান চালায়। এসময় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়। তিনি নতুন সদস্য সংগ্রহ করেন, দলের জন্য নিয়মিত চাঁদা প্রদান এবং অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করতেন। তার কাছ থেকে ৪ টি উগ্রবাদী বই, ১৩ টি উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।
এ ব্যপারে কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১২।

 

Comments (0)
Add Comment