মেহেরপুর অফিস ঃ মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা ।কি হবে আমাদের ? কি আছে ভাগ্যে ? গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮ জন, গাংনী উপজেলার ১৭ জন ও মুজিবনগর উপজেলা ৭ জন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৫০ ভাগ ।এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ১৭৯ জন। গতকাল রোববার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, ল্যাব থেকে ৬৪ টি নমুনা পরীক্ষা শেষে সবগুলি রিপোর্ট মেহেরপুরে এসে পৌঁছে। এরমধ্যে ৩২ জন করোনা রোগি চিহ্নিত হয়েছে। মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৮৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ২০৬ জন করোনা রোগি চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১৭৯ জন করোনা রোগির মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, গাংনী উপজেলায় ৮৬ জন ও মুজিবনগর উপজেলায় ৫৪ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ১০০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, গাংনী উপজেলার ১৬ জন ও মুজিবনগর উপজেলার ২৪ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৯২৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫২৫ জন, গাংনী উপজেলায ২৯৫ জন ও মুজিবনগর উপজেলায় ১০৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। যার মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার ৬ জন রয়েছেন।