জীবননগর ব্যুরো: ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ৯১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান। মহেশপুর উপজেলার যাদবপুর ও জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত এলাকায় মঙ্গলবার পৃথক অভিযান চালানো হয়। সম্প্রতি যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে কয়েক দফা অভিযানে ৩৯ কেজি সোনা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন একজন স্বর্ণ চোরাকারবারি দর্শনা হতে জীবননগরের দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের কহিনুরের দোকানের সামনে আব্দুস শুকুরকে আটক করে। পরবর্তীতে আটককৃত আব্দুস শুকুরের পায়ের জুতার মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৯ ভরি ১৫ আনা ৫ রতি ৫ পয়েন্ট ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ ৯৯ হাজার ৫ শ’ টাকা। জব্দকৃত স্বর্ণের বারসহ আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি কলাবাগানের মধ্যে পৃথক আরেকটি অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মাটিতে পুতে রাখা অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৪৬ ভরি ৯ আনা ৩ রতি ৮ পয়েন্ট ওজনের ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মূল্য ৮ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার মহেশপুর থানায় মামলা দায়েরের পর ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে। দু’টি অভিযানে জব্দকৃত মোট ৯১ টি স্বর্ণের বারের ওজন ১১ কেজি ৭৩৮ দশমিক ৮১ গ্রাম। যার আনুমানিক মোট মূল্য ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা।