স্টাফ রিপোর্টার: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সারা দেশে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গেলেও তাদের ক্যাডার বাহিনী দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রেখেছে। বিপ্লবের পর আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কয়েকদিন নীরব থাকলেও গুপ্ত মিছিল, গোপনে লিফলেট বিলি ও রাতের অন্ধকারে জুলাই বিপ্লবের স্মৃতিচিহ্ন মুছে ফেলার মধ্য দিয়ে নিজেদের দুর্বৃত্তায়নের জানান দিতে শুরু করে। এর মধ্যে শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করে আত্মগোপনে থাকা দলটির স্থানীয় নেতাকর্মীরা। ওই হামলার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর সমন্বয়ে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। ইতোমধ্যে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় এই অভিযান চলছে। ডেভিল হান্ট ঘোষণার শুরুতেই গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রোববার থেকে পুরোপুরিভাবে অভিযান পরিচালিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশসহ অন্য বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। এতে আরও বলা হয়, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এবং সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হন।
অপারেশন ডেভিল হান্টের নেতৃত্বে কারা থাকবেন জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। তারা রোববার দিকনির্দেশনা দিয়ে সংবাদ সম্মেলন করবে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলেন, যে কোনো অভিযানের জন্য সারা দেশের পুলিশ প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে বাহিনীর সদস্যরা সেভাবে কাজ করবে।
এ বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেন বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। রোববার থেকে পুরোপুরিভাবে অভিযান শুরু হবে।
অভিযানের অগ্রগতি জানতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে কল করা হলে তিনি যুগন্তরকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপাররা প্রস্তুতি নিচ্ছেন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত (রাত ৮টা) বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সামগ্রিক বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
অপরাশেন ডেভিল হান্ট প্রসঙ্গে জানতে আনসারের মহাপরিচালক (ডিজি), আইএসপিআরের পরিচালক, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালককে কল করা হলে কেউ রিসিভ করেননি।
গাজীপুরে সমন্বয়ক গুলিবিদ্ধ: অপারেশন ডেভিল হান্ট ঘোষণার শুরুতেই গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত তাকে গুলি করে। আহত সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।