সাবকে দুই র্মাকনি রাষ্ট্রদূত ও বিবিসি ড. মুহাম্মদ ইউনূস, কম সংস্কারে ডিসেম্বরে ; বেশি হলে জুনে ভোট

ভোট করবে কি না সিদ্ধান্ত আ.লীগকেই নিতে হবে

স্টাফ রিপোর্টার : অর্ন্তর্বতী সরকাররে প্রধান উপদষ্টো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলছেনে, যদি রাজনতৈকি দলগুলো ভোটরে আগে কম সংস্কার চায় তাহলে আগামী ডসিম্বের মাসে নর্বিাচন অনুষ্ঠতি হব।ে আর যদি একটু বশেি সংস্কার চায় তাহলে আগামী বছররে জুনরে মধ্যে নর্বিাচন হব।ে ঢাকায় নযিুক্ত সাবকে দুই র্মাকনি রাষ্ট্রদূত উইলয়িাম বি মাইলাম ও ড্যানলিোইচ গতকাল রাষ্ট্রীয় অতথিি ভবন যমুনায় প্রধান উপদষ্টোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গলেে তনিি এ মন্তব্য করনে। এদকি,ে ভারতে পালয়িে যাওয়া শখে হাসনিা ও তার দল এ বছররে শষে দকিে অনুষ্ঠয়ে নর্বিাচনে অংশ নবেনে কি না তা এখনো স্পষ্ট নয়। মানবতাবরিোধী অপরাধরে অভযিোগে বাংলাদশেে তার বচিাররে প্রক্রয়িা চলছ।ে সাক্ষাৎকারে ইউনূস বলনে, ‘তারা এটা (ভোট) করতে চায় কি না, সইে সদ্ধিান্ত তাদরেকইে (আওয়ামী লীগ) নতিে হব।ে তাদরে সদ্ধিান্ত তো আমি নতিে পারি না। কারা নর্বিাচনে অংশগ্রহণ করবে তা নর্বিাচন কমশিন ঠকি কর।ে’ গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকাররে পতনরে দুই দনি বাদে শান্ততিে নোবলেজয়ী মুহাম্মদ ইউনূসরে নতেৃত্বে অর্ন্তর্বতী সরকার যাত্রা কর।ে ইউনূস বলনে, ‘শান্তি ও শৃঙ্খলা সবচয়েে গুরুত্বর্পূণ বষিয় এবং র্অথনীত।ি ভঙেে চুরমার হয়ছেে র্অথনীত,ি বধ্বিস্ত অবস্থা। যনে ১৬ বছর ধরে কোনো ভয়ানক র্টনডেো চলছে এবং আমরা (বধ্বিস্ত) টুকরোগুলো জড়ো করার চষ্টো করছ।ি’ ববিসিি লখিছে,ে ২০০৯ সালে প্রধানমন্ত্রী নর্বিাচতি হওয়ার পর ‘লৌহমুষ্টতি’ে বাংলাদশে শাসন করনে শখে হাসনিা। তার আওয়ামী লীগ সরকাররে সদস্যরা ভন্নিমতকে ‘নর্মিমভাবে দমন কর।ে’ প্রধানমন্ত্রী থাকাকালে তার বরিুদ্ধে মানবাধকিার লঙ্ঘন এবং রাজনতৈকি প্রতদ্বিন্দ্বীদরে হত্যা ও কারাগারে পাঠানোর ব্যাপক অভযিোগ ছলি। ছাত্রদরে নতেৃত্বাধীন অভ্যুত্থান শখে হাসনিাকে ক্ষমতা ছাড়তে বাধ্য কর।ে আন্দোলনকারীদরে চাওয়া মত নতুন অর্ন্তর্বতীকালীন সরকাররে নতেৃত্ব দতিে বাংলাদশেে ফরিে আসনে ইউনূস। তনিি বলনে, অবাধ ও সুষ্ঠু নর্বিাচনরে জন্য তার সরকার কত দ্রুত প্রাতষ্ঠিানকি সংস্কার করতে পারে তার ওপর নর্ভির করে ২০২৫ সালরে ডসিম্বের থকেে ২০২৬ সালরে র্মাচরে মধ্যে নর্বিাচন করবনে। ইউনূস বলনে, ‘আমাদরে চাওয়া-যদি দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডসিম্বেরইে আমাদরে নর্বিাচন হব।ে আর যদি সংস্কার র্দীঘতর হয়, তবে আমাদরে আরও কয়কে মাস সময় লাগতে পার।ে’ গত গ্রীষ্মে বাংলাদশেে ছড়য়িে পড়া সহংিস বক্ষিোভরে প্রসঙ্গ টনেে তনিি বলনে, ‘আমরা সর্ম্পূণ বশিৃঙ্খল অবস্থার মধ্যে ছলিাম। মানুষকে তারা গুলি করে হত্যা করছে।ে’ কন্তিু প্রায় সাত মাস পরেোলওে ঢাকার মানুষ বলছ,ে আইনশৃঙ্খলা পরস্থিতিি আগরে অবস্থায় এখনো ফরেনে,ি পরস্থিতিরি উন্নতি হচ্ছে না। সইে প্রশ্নে তনিি বলনে, ‘উন্নতি আসলে আপক্ষেকি বষিয়। উদাহরণ হসিবেে আপনি যদি গত বছররে সাথে তুলনা করনে তাহলে ঠকি আছ।ে এখন যা ঘটছ,ে তা অন্য যে কোনো সময়রে চয়েে আলাদা নয়।’ শখে হাসনিার পতনরে পর যখন ইউনূসকে সরকাররে দায়ত্বি নতিে বলা হয়, তখন তনিি ‘হতভম্ব’ হয়ে পড়ছেলিনে। সে কথা তুলে ধরে তনিি ববিসিকিে বলনে, ‘সরকাররে নতেৃত্ব দয়োর বষিয়ে আমার কোনো ধারণা ছলি না। আগে কখনো সরকার যন্ত্ররে কোনো অংশ চালাইনি এবং সইে দায়ত্বিই তখন কাঁধে এল।’ দায়ত্বি নয়োর পর আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও র্অথনীতি ঠকি করাই দশেরে জন্য অগ্রাধকিার ছলি জানয়িে ইউনূস বলনে, ‘এসব ঠকি হওয়ার পরে আমরা সংগঠতিভাবে কাজ শুরু কর।ি’ বাংলাদশেরে এখনকার বহু সংকটরে জন্য আগরে সরকারকে দুষছনে ইউনূস। তনিি বলনে, ‘আমি বলছি য,ে হঠাৎ করে তরৈি করা একটি আর্দশ দশে বা একটি আর্দশ শহর আমরা নই, এ বষিয়টি আপনাকে ববিচেনায় নতিে হব।ে এটা সইে ধারাবাহকিতা- যা আমরা উত্তরাধকিার সূত্রে পয়েছে,ি এই দশেটি বহু, বহু বছর ধরে এভাবে চলছ।ে’ ববিসিি লখিছে,ে এখন ইউনূস সরকাররে সময়ে শখে হাসনিার রাজনতৈকি দলরে সঙ্গে সম্পৃক্তদরে নরিাপত্তা নয়িে যে প্রশ্ন উঠছে।ে শখে হাসনিা ভাষণ দতিে আসছনে- এমন ঘোষণায় গত ফব্রেুয়ারতিে আওয়ামী লীগরে অনকেরে বাড়ঘিরে ভাঙচুর হয়। এর মধ্যে শখে হাসনিার বাবা প্রয়াত শখে মুজবিরে বাড়ি গুঁড়য়িে দয়োর ঘটনাও রয়ছে।ে আওয়ামী লীগ সোশ্যাল মডিয়িার পোস্টে অর্ন্তর্বতী সরকাররে বরিুদ্ধে ‘সহংিসতাকে বধৈতা দয়োর’ অভযিোগ তুলছে।ে দলটি দাবি করছ,ে বাংলাদশে তাদরে জন্য ‘নরিাপদ নয়’। এ বষিয়ে দৃষ্টি আর্কষণ করলে ইউনূস ববিসিকিে বলনে, ‘আদালত রয়ছে,ে আইন রয়ছে,ে থানা রয়ছে-েতারা সখোনে গয়িে অভযিোগ জানাতে পার,ে অভযিোগ নথভিুক্ত করতে পার।ে কবেল ববিসিরি সাংবাদকিরে কাছে অভযিোগ করলইে হবে না, আপনাকে থানায় গয়িে অভযিোগ জানাতে হবে এবং দখেুন আইন তার পথে রয়ছেে কি না।’ ট্রাম্প প্রশাসনরে বদিশেি সহায়তা কমানোর সদ্ধিান্ত এবং ইউএস এজন্সেি ফর ইন্টারন্যাশনাল ডভেলেপমন্টেরে র্অথায়নরে প্রায় সব র্কমসূচি বন্ধ করার সদ্ধিান্ত বাংলাদশেরে মত দশেগুলোর ওপর প্রভাব ফলেব।ে এ বষিয়ে দৃষ্টি আর্কষণ করলে ইউনূস বলনে, ‘এটা তাদরে সদ্ধিান্ত।’ ওই সহায়তা যে কাজে লাগছলি, সে কথা তুলে ধরে তনিি বলনে, ‘তারা যটো করছলি, সটো আমরাই করতে চয়েছেলিাম, যমেন র্দুনীতরি বরিুদ্ধে লড়াই করা। কন্তিু সইে সক্ষমতা তো আমাদরে ছলি না।’ বাংলাদশেে সরকারি উন্নয়ন সহায়তার নরিখিে তৃতীয় অবস্থান যুক্তরাষ্ট্ররে। দশেটি গত বছর ৪৫ কোটি ডলার বদিশেি সহায়তা দয়োর প্রতশ্রিুতি দয়িছেলি। ঘাটতি কীভাবে পূরণ হব,ে এ প্রশ্নরে উত্তরে ইউনূস বলনে, ‘যখন এটা হব,ে তখন আমরা করব।’ এদকি,ে অর্ন্তর্বতী সরকাররে প্রধান উপদষ্টো অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলছেনে, ছয়টি কমশিনরে সুপারশি করা সংস্কার প্রস্তাবগুলো নয়িে সংলাপ শষেে রাজনতৈকি দলগুলো জুলাই সনদ (জুলাই র্চাটার) স্বাক্ষর করব।ে জুলাই র্চাটার আমাদরে পথ দখোব।ে অর্ন্তর্বতী সরকার এই সনদরে সুপারশিগুলোর কছিু অংশ বাস্তবায়ন করবে আর বাকগিুলো বাস্তবায়ন করবে পরর্বতী রাজনতৈকি সরকার। আগামী নর্বিাচন চলতি বছররে ডসিম্বেরে বা আগামী বছররে জুনরে মধ্যে অনুষ্ঠতি হব।ে
যুক্তরাষ্ট্রভত্তিকি মানবাধকিার সংগঠন ‘রাইট টু ফ্রডিম’-এর প্রসেডিন্টে উইলয়িাম বি মাইলাম বৃহস্পতবিার রাষ্ট্রীয় অতথিি ভবন যমুনায় প্রধান উপদষ্টো অধ্যাপক মুহাম্মদ ইউনূসরে সঙ্গে সাক্ষাৎ করনে। এ সময় প্রধান উপদষ্টো এ কথা বলনে। এ সময় ‘রাইট টু ফ্রডিম’-এর নর্বিাহী পরচিালক জন ড্যানলিোউইচ উপস্থতি ছলিনে। প্রধান উপদষ্টোর ভরেফিায়ডে ফসেবুক পজেে এই কথা জানানো হয়ছে।ে সাবকে দুই কূটনীতকি উইলয়িাম বি মাইলাম ও জন ড্যানলিোউইচ প্রধান উপদষ্টো অধ্যাপক ইউনূসকে রাইট টু ফ্রডিমরে র্কাযক্রম সর্ম্পকে অবহতি করনে। তারা বাংলাদশেরে গণতান্ত্রকি উত্তরণে সহায়তার অংশ হসিবেে তাদরে প্রচষ্টোর পরকিল্পনার কথা প্রধান উপদষ্টোর কাছে তুলে ধরনে। অধ্যাপক ইউনূস রাইট টু ফ্রডিমরে কাজ এবং বাংলাদশেরে মানবাধকিার ও গণতান্ত্রকি মূল্যবোধকে এগয়িে নতিে সহায়তা প্রচষ্টোর জন্য তাদরে প্রশংসা করনে। মাইলাম ১৯৯০-এর দশকরে গোড়ার দকিে বাংলাদশেে যুক্তরাষ্ট্ররে দূত ছলিনে। অর্ন্তর্বতী সরকাররে সংস্কার উদ্যোগরে প্রশংসা করে তনিি বলনে, জুলাই অভ্যুত্থান বাংলাদশেে ব্যাপক সংস্কার এবং একটি সত্যকিাররে গণতন্ত্র প্রতষ্ঠিার জন্য বড় সুযোগ এনে দয়িছে।ে ঢাকায় যুক্তরাষ্ট্ররে উপ-রাষ্ট্রদূত হসিবেে দায়ত্বি পালন করছেনে জন ড্যানলিোউইচ। তনিি বলনে, ‘ভুয়া খবর ও ভুল তথ্যরে বপিদ মোকাবলিায় বাংলাদশেরে ইতবিাচক বয়ান এবং জোরালো প্রচষ্টো প্রয়োজন।
ঘণ্টাব্যাপী বঠৈকে অধ্যাপক ইউনূস কূটনীতকিদরে বলনে, ‘ছয়টি কমশিনরে সুপারশিকৃত সংস্কাররে ওপর সংলাপ শষেে রাজনতৈকি দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করব।ে’ ‘জুলাই র্চাটার আমাদরে পথ প্রর্দশন করব’ে, উল্লখে করে তনিি বলনে, ‘অর্ন্তর্বতী সরকার জুলাই সনদরে সুপারশিগুলোর কছিু অংশ বাস্তবায়ন করবে এবং বাকগিুলো বাস্তবায়ন করবে পরর্বতী রাজনতৈকি সরকার।’
প্রধান উপদষ্টো বলনে, ‘রাজনতৈকি দলগুলো ভোটরে আগে কম সংস্কারে সম্মত হলে চলতি বছররে ডসিম্বেরে জাতীয় নর্বিাচন হব।ে অথবা আগামী বছররে জুনরে মধ্যে নর্বিাচন অনুষ্ঠতি হব।ে’
প্রধান উপদষ্টোর সঙ্গে সাবকে দুই কূটনীতকিরে সাক্ষাতে র্বতমান বাংলাদশে-র্মাকনি সর্ম্পক, রোহঙ্গিা সংকট, আগরে আমলে চুরি যাওয়া কোটি কোটি ডলার উদ্ধার, র্সাক পুনরুজ্জীবতি করার প্রধান উপদষ্টোর প্রচষ্টোসহ নানা বেিষেয় আলোচনা হয়।