স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠের গাইডওয়াল নির্মাণের কাজ উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মাটিতে কোপ দিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন। এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিজেস্ব তত্বাবধানে মাঠের উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানাগেছে, প্রাথমিকভাবে ৬ লাখ টাকা নিয়ে কাজ শুরু করা হলেও মাঠের সৌন্দর্যবর্ধণ ও ফেন্সিং করণের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের উন্নয়ন ফান্ড ও জাইকা থেকে আরো ১৬ লাখ টাকা ব্যয় করা হবে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া বলেন, আমি চুয়াডাঙ্গায় যোগদান করার পরে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন মাঠটির অনেক সুখ্যাতি শুনেছি। তাই চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মহোদয়ের এ ভালো কাজের সাথে যুক্ত হতে পেরে সদর উপজেলা পরিষদ তথা নিজেকে ধন্য মনে করছি। উন্নয়ন কাজের উদ্বোধনকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, এ মাঠকে ঘিরে চুয়াডাঙ্গার মানুষ নির্মুল একটি নিঃশ্বাস নেয়ার স্বপ্ন দেখে। এ প্রজন্মের খেলোয়াড়রা চুয়াডাঙ্গার হারোনো সোনালী অতীতের ক্রীড়াঙ্গন ফিরে পেতে চাই। তাই সেই সাধ ও ইচ্ছা পূরণের জন্য টাউন ফুটবল মাঠটি নতুনভাবে সাজাতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সদর উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার আলাউদ্দীন আহম্মেদ স্বপন, খাদিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ঠিকাদার গোলাম মোস্তফা বাদল, আব্দুর রশীদ, সাব্বির কামালসহ টাউন মাঠ এলকার জনগণ।