স্টাফ রিপোর্টার : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার,নিঃশর্ত মুক্তি এবং তাঁকে নির্যাতনকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। অবস্থান ধর্মঘট চলাকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ , প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি ও বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বলেন,সাংবাদিক রোজিনার বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার,নিঃশর্তভাবে তাঁকে মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেই সাথে কৃতী এই সাংবাদিককে হেনস্তাকারীদের সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।