স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দুটি আসনের দুজন সংসদ সদস্যের আশু রোগমুক্তি তথা দ্রুত সুস্থতা কামনা করে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালায় সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে উৎসবের আমেজ ফুটিয়ে তোলা আমাদের কর্তব্যেরই অংশ। দেশের নিজস্ব তহবিল ব্যয়ে বিশ^বাসীকে অবাক করে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু বাস্তবায়ন করে জাতি হিসেবে আমাদের গর্বিত করেছে।
গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক বলেন, সিলেটসহ পাশর্^বর্তী কয়েকটি জেলা ভয়াবহ বন্যাকবলিত। অসংখ্য মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটে। প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার দুর্র্ভোগ লাঘবে দ্রুত বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করেছেন। সমন্বয় সভার সভাপতি আরও বলেন, আগামী ২ ও ৩ জুলাই চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য সম্মেলন। বাংলা একাডেমির উদ্যোগে দেশের যে ৪টি জেলায় এবার সাহিত্য সম্মেলন হচ্ছে তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। সাহিদ প্যালেসে দুদিন জেলার সাহিত্যিক, লেখকসহ সাংস্কৃতিক চর্চাকারীদের পাশাপাশি জেলায় কর্তব্যরত কর্মকর্তাদেরও ওই সম্মেলনে উপস্থিতি আশা করছি।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রথম যুক্ত হয়েছেন তথা সম্প্রতি বদলি হয়ে চুয়াডাঙ্গায় যোগদান করেছেন চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, কাস্টমস কর্মকর্তাসহ কয়েকজন। চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়ক শহীদ আবুল কাশেম সড়কে রেল বাজার নামক স্থানে সড়কের মাঝে দুটি বড় গাছ সড়কের স্বাভাবিক চলাচল ব্যহত করছেন। দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ। ফলে দীর্ঘদিন ধরে এ গাছ দুটি অপসারণের প্রস্তাব দেয়া হচ্ছে। এ বিষয়ে নবাগত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, গাছ দুটি ইতোমধ্যেই দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। ঠিকাদার গাছ কাটার পূর্বে সরেজমিনে দেখতে গেলে কিছু ব্যক্তি হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন। এ কারণে গাছ দুটি কাটতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিক পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। পুলিশের তরফে বলা হয়, এ বিষয়ে ঠিকাদারকে সকল প্রকারের সহযোগিতা করা হবে। হুমকিদাতা যেই হোক, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। সভায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের চুয়াডাঙ্গা উপ পরিচালক বলেন, চাহিদা মত সার বরাদ্দ পাওয়া গেছে। দু একদিনের মধ্যেই সার এলাকায় পৌঁছে যাবে। সরকার চুয়াডাঙ্গার ৫ হাজার কৃষকের প্রণোদনা প্রদান করেছে। উপজেলা ভিত্তিক কৃষকদের মধ্যে তা বিতরণের কাজ চলছে। তিনি সোয়াবিন পামওয়েল পরিহার করে দেশে উৎপাদিত সরষের তেল ভৈজ্য তেল হিসেবে সকলকে ব্যবহার করার অনুরোধ জানান। জীবননগর পৌর মেয়র জীবননগর বাসস্ট্যান্ডে একটি যাত্রী ছাউনি নির্মাণের প্রস্তাবনা দিয়ে সহযোগিতা কামনা করেন। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু এলাকার সার্বিক উন্নয়ন তরান্বিত হচ্ছে বলে উল্লেখ করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মান যেমন বাড়াতে হবে, তেমনই কার্পাসডাঙ্গার দুটি বিদ্যালয়ের উন্নয়নে বাস্তবমুখি পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী শামীম ভূইয়া বলেন, মাথাভাঙ্গা ব্রিজের দৌলাতদিয়াড় প্রান্ত এবং জেলা শহরের শহীদ হাসান চত্বর প্রান্ত নিরাপদ করার লক্ষে একটি নকশা প্রণয়ন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এ নকশার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ব্রিজের দুপ্রান্তে দুর্ঘটনার ঝুঁকি থাকবে না। প্রাণিসম্পদ কর্মকর্তার পক্ষে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুহাটগুলোতে যাতে পশুপালনকারীরা নিরাপদে পালিত পশু তথা গরু ছাগল বিক্রি করতে পারে সে দিকে বাড়তি নজর দিতে হবে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু অবৈধভাবে পাচার করে আনা হলে দেশের ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্থ হবে। বিদ্যুত বিভাগের নির্বাহী কর্মকর্তা বলেন, বিদ্যুতের দুর্বল খুঁটি পরিবর্তনের পাশাপাশি বিদ্যুত সরবরাহ লাইন সংস্কার ও সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এসএসসিসহ সমমানের পরীক্ষা নেয়ার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হলেও আকস্মিক বন্যার কারণে তা স্থগিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় এবার এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৬৫ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১১ হজার ১শ ৮১ জন। পরিসংখ্যান কর্মকর্তা বলেন, ১৪ জুন মধ্যরাত থেকে জনশুমারি ও গৃহগণনা চলছে। বাড়ি বাড়ি গিয়ে গণনাকারিরা ডিজিটাল ডিভাইসে ফরম পূরণ করছেন। কোন এলাকার কোন বাড়িতে না গেলে ০১৭৪৮৮৭৬২৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৮৪১ জনকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে ভাইভা নেয়ার প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলার ৪টি উপজেলায় সামান্য কমবেশী ২শ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সভায় সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক বলেন, ভিক্ষুক পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত টাকা সদর উপজেলা, চুয়াডাঙ্গা পৌরসভা, জীবননগর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা পরিষদের অনুকূলে বণ্টন করা হয়েছে। সভায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে। উপস্থিত হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মুন্সি আতাউর রহমান বলেন, লোকবল কম। আগে পৌরসভা থেকে যে লোকবল দেয়া হতো এখন তা কমিয়ে দেয়া হয়েছে। তারপরও চেষ্টা চলছে। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, পৌরসভা সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়েছে। প্রয়োজনে আবারও লোকবল বাড়াবে। পৌর শহরবাসীকে পৌর কর প্রদানেরও তাগিদ দেন তিনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আউলিয়ার রহমান করোনা ভাইরাসসহ জেলা স্বাস্থ্য বিভাগের খানেকটা হালচিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে জনসাধারণের ওষুধ প্রদানসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়ে বলেন, হাসপাতাল হতে হবে দালাল মুক্তি, স্বাস্থ্যকর পরিবেশ। সকলে আন্তরিক হলে চিকিৎসা সেবার মানও বাড়ানো সম্ভব।
দীর্ঘ সময় ধরে জেলার প্রায় সকল বিভাগের চলমান কার্যক্রম ও তার অগ্রগতী সম্পর্কে তথ্য নেন সভার সভাপতি তথা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান। তিনি বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে সভার সমাপনি ঘোষণা করেন। সভা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) সাজিয়া আফরিন। জেলার ৪ জন উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার প্রায় সকল পর্যায়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি ঢাকাস্থ বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর সম্প্রতি আবারও করোনা ভাইরাস সংক্রমিত হয়ে ঢাকাস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন।